শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeজাতীয়সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন না হলে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হতেই পারে...

সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন না হলে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হতেই পারে : সিইসি

কামাল সিদ্দিকী: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বোঝাপড়ায় ফাঁক থাকলে, নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না হলে-সে নির্বাচন প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণ মুলক বলা যাবে না। সে নির্বাচন নিয়ে বিতর্কের সৃষ্টি হতেই পারে।

রোবার সকাল সাড়ে দশটায় পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট এর সেমিনার হল রুমে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার : চ্যালেঞ্জসমূহ এবং উত্তরোণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মমালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

রাজনৈতিক দ্বন্দ্ব বিভেদ ভুলে সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে সিইসি বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো বোঝাপড়ার গ্যাপ থাকে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করুন। সবার সহযোগিতায় সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহনে জনগণের কাছে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চেষ্টা করা হবে। রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। কর্মমালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, রাজশাহী রেঞ্জের উপ-মহা পুলিশ মহাপরিদর্শক আব্দুল বাতেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments