রবিবার, মে ১৯, ২০২৪
Homeজাতীয়নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মিদের গ্রেপ্তার করা হচ্ছে: হাসনা মওদুদ

নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মিদের গ্রেপ্তার করা হচ্ছে: হাসনা মওদুদ

বাংলাদেশ প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মিদের ওপর দমন নিপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ।
এ ছাড়া নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব ইলজে ব্র্যান্ডস কেহরিসের কাছে অভিযোগ তোলেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘের মানবাধিকার সনদের ৭৫তম উদযাপন অনুষ্ঠান শেষে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে তিনি বলেন, শান্তি সমাবেশে অংশ নেওয়ার কারণে ২০ বছরের কম বয়সী ১৬ জন শ্রমিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
হাসনা মওদুদ আরো বলেন, প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মিদের নির্বাচনের আগে গ্রেপ্তার করা হচ্ছে। ম্যাডাম চেয়ারপার্সন স্বীকার করেছেন, যে তারা বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে দেখছেন এবং জাতিসংঘ মহাসচিব খুবই উদ্বিগ্ন।
পরিবেশবিদ হাসনা মওদুদ বিষয়টি তার ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেন। তিনি লিখেছেন, জাতিসংঘের মানবাধিকার সনদের ৭৫তম উদযাপনে যোগদানের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। বৈঠকের পর আমি চেয়ারপারসনের সহকারী মহাসচিব ইলজে ব্র্যান্ডস কেহরিসের সাথে দেখা করি। আমি তাকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। আমি তাকে জানিয়েছিলাম যে, আমার আসার ঠিক আগে ২০ বছরের কম বয়সী ১৬ জন কর্মি একটি শান্তি সমাবেশে অংশ নেওয়ার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। যে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মিদের নির্বাচনের আগে গ্রেপ্তার করা হচ্ছে। ম্যাডাম চেয়ারপারসন স্বীকার করেছেন, যে তারা বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে দেখছেন এবং জাতিসংঘ মহাসচিব খুবই উদ্বিগ্ন।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments