সুমন গাজী: নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন,চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে। কোন দল নির্বাচনে আসলো বা আসলো না সেটা দেখার সময় নেই, যথাসময়ে নির্বাচনী প্রক্রিয়া করবে কমিশন। ভিসা নীতির বিষয়ে নির্বাচন কমিশনের কোন বক্তব্য নেই বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বলেন,এটা সরকারের বিষয়, এ বিষয়ে সরকার বুঝবে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। গত নির্বাচনে আগের দিন ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানোর কারণে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল, সে বিবেচনায় স্বচ্ছ ভোট গ্রহনের স্বার্থে কিছু দুর্গম এলাকা ব্যতীত, ভোটের দিন সকালে ব্যালট বাক্স গুলো ভোটকেন্দ্রে পাঠানো হবে। সংলাপ সম্পর্কে তিনি বলেন, কয়েক মাস আগে বিএনপিকে নির্বাচনের বিষয়ে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম,কিন্তু বিএনপি সাড়া দেয়নি। তবে আলোচনার সুযোগ রয়েছে বিএনপি চাইলে যে কোন সময় নির্বাচন কমিশনের সাথে আলোচনা করতে পারে।
মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আনিসুর রহমান এসব কথা বলেন। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সবায় বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রেট-১)এ কে এম হুমায়ুন কবির, আইডিইএ বিভাগের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।