রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeজাতীয়আজ মধ্যরাত থেকে সাগর ও নদীতে বন্ধ থাকবে মাছ শিকার

আজ মধ্যরাত থেকে সাগর ও নদীতে বন্ধ থাকবে মাছ শিকার

এ এম মিজানুর রহমান বুলেটঃ আজ মধ্যরাত থেকে সাগর ও নদীতে বন্ধ থাকবে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার। ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য আগামী ২২ দিন মাছ ধরার উপর এ নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ সময় মাছ পরিবহন, মজুদ, ক্রয় বিক্রয় ও বাজারজাত করন বন্ধ থাকবে।
এ আইন অমান্যকারী ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে। ইতিমধ্যে গভীর সাগর থেকে পটুয়াখালীর মহিপুর ও আলীপুরের পোতাশ্রয় খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধীক মাছধরা ট্রলার। তবে নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধ সহ প্রনোদনা বাড়ানোর দাবি জানিয়েছে জেলেরা।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments