রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeজাতীয়সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের এক কর্মকতা সমকালকে বলেন, সারা দেশে মোট ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও তার আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৭ প্লাটুন।

এ ছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই (প্রস্তুত অবস্থা) রয়েছে বলে জানান সদর দপ্তরের ওই কর্মকতা।

চতুর্থ দফার অবরোধ কর্মসূচি আজ রোববার সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চলবে।

এদিক ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শনিবার রাত ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

এছাড়াও ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের অসন্তোষ অব্যাহত আছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments