বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeজাতীয়কবে সূর্যের দেখা মিলবে, জানাল আবহাওয়া অফিস

কবে সূর্যের দেখা মিলবে, জানাল আবহাওয়া অফিস

বাংলাদেশ প্রতিবেদক: গত তিন দিন ধরে ঘন কুয়াশায় ঢেকে আছে রাজধানীসহ সারা দেশ। আজ এই ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। তবে রোদ না উঠলে তাপমাত্রা বাড়বে না।

আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে আরও খানিকটা কমেছে। তীব্র ঠান্ডায় নিজেকে বাঁচাতে খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপ নেওয়ার দৃশ্য চোখে পড়ছে দেশের অনেক স্থানে। নিম্নবিত্ত মানুষের জন্য এটা সত্যিই কষ্টের।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেছেন, কাল দেশের দুয়েক স্থানে রোদ দেখা দিতে পারে। তবে রাজধানীতে রোদের দেখা কাল না–ও মিলতে পারে। পরশু কিছুটা রোদ উঠতে পারে।

দেশের প্রায় সবখানে তাপমাত্রা কমলেও রাজধানীতে কিন্তু গতকালের চেয়ে আজ তাপমাত্রা সামান্য বেড়েছে।

আবহাওয়া অফিস বলছে, শীতের এই তীব্রতা আগামীকাল সোমবারও থাকতে পারে। তবে কাল থেকে দেশের কিছু কিছু এলাকায় রোদের মুখ দেখা দিতে পারে। সেজন্য অপেক্ষা করতে হবে কাল দুপুর পর্যন্ত। এক আবহাওয়াবিদরা অবশ্য বলছেন, আগামীকাল রাজধানীতে রোদ উঠতে পারে।

আজ রোববার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালও দিনাজপুরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ সমকালকে বলেন, বৃষ্টি না হলে তাপমাত্রা বাড়বে না। কাল তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী পরশু (মঙ্গলবার) থেকে তাপমাত্রা একটু করে বাড়তে শুরু করবে।

বজলুর রশীদ আরও বলেন, আগামী বুধবার বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকলেও ১৮, ১৯ জানুয়ারি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর কুয়াশা অনেকটা কেটে যাবে। এরপর শীতও কমতে শুরু করবে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রার নিম্নগতি দেখা গেলেও আজ রোববার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। আজ এ নগরীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল দেশের অন্তত ১১ জেলায় বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। সেটা আজও চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। তবে এ মাসে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছে অধিদপ্তর।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments