শনিবার, মে ৪, ২০২৪
Homeজাতীয়প্রগতিশীল দেশ প্রেমিকরা আগামী দিনের স্মার্ট নাগরিক: আইটিসি প্রতিমন্ত্রী

প্রগতিশীল দেশ প্রেমিকরা আগামী দিনের স্মার্ট নাগরিক: আইটিসি প্রতিমন্ত্রী

মারুফা মির্জা: তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেছেন, বাংলার দুরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয় হচ্ছে আধুনিক ডিজিটাল বাংলাদেশের রুপকার। তাদের দিক নির্দেশনায় এ সেক্টরের সুবিধা দেশের প্রতিটি ঘরে পৌছে গেছে। বাংলাদেশে গত ১৫ বছওে ইউসিটি সেক্টরে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ইন্টারনেট সেবা গ্রহিতার আওতায় এখন সকলে। ১৫ বছর আগে আমাদের টার্গেট ছিল আমাদের মন্ত্রনালয়ের প্রথম কাজ ছিল দক্ষ মানব সম্পদ তৈরী করা। এরপর সুলভে সবাইকে ইন্টারনেট সংযোগ দেয়া, ডিজিটাল সরকার, আইসিটি শিল্পের উন্নয়ন করা। ১৫ বছর আগে আমাদেও যেখানে আইটি খাতে রপ্তানী আয় ছিল মাত্র ২৬ মিলিয়ন মার্কিন ডলার। সেখানে বর্তমানে তা দাড়িয়েছে ১.৯ বিলিয়ন ডলার। আমরা এখানেই থামতে চাইনা। নতুন ইনুভেটিবস সলিইশন করতে চাই। আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্পার্ট বাংলাদেশ গড়তে চাই। এজন্য সবার সহযোগীতা প্রয়োজন। তিনি শনিবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জুনায়েদ আহমেদ পলক আরো বলেন, এখন আমরা ৪টি স্তম্ভ নির্ধারন করে স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্যোগ নিয়েছি। প্রথম স্মর্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার ও স্মার্ট সোসাইটি। অর্থাৎ একজন প্রগতিশীল অসম্প্রদায়িক চেতনার দেশ প্রেমিক নাগরিকই হচ্ছে স্মার্ট নাগরিক। সম্পদ, গাড়ী-বাড়ি থাকলেই হবেনা। মানবিকতা অনুসরনকারীরাই দেশের স্মার্ট নাগরিক হিসেবে বিবচিত হবে। খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই আদর্শ মেনে চলবে বলে আশা করি।

তখন প্রতিমন্ত্রী পলক খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার আধূনিকায়নে সরকারী ভাবে বিভিন্ন প্রকল্প গ্রহনের প্রতিশ্রুতি দিয়ে আগামীতে এর মান পৃথিবীর মধ্যে মেধায় সেরা বিশ্ববিদ্যালয় হবার আশা প্রকাশ করেন।
এসময় খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডেও চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হোসেন রেজা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র, অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

২০১৩ সাল হতে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যায়নরত ১৬৩৯ জন গ্রাজুয়েট উত্তিন্ন শিক্ষার্থী এ সমবর্তনে অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments