বুধবার, মে ১, ২০২৪
Homeজাতীয়উপজেলা পরিষদ নিবার্চনে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে: ইসি রাশেদা সুলতানা

উপজেলা পরিষদ নিবার্চনে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে: ইসি রাশেদা সুলতানা

জয়নাল আবেদীন: নিবার্চন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, জাতীয় সংসদ নিবার্চনে নানা চ্যালেঞ্জ ছিল। আমরা এক সাথে আন্তরিকভাবে কাজ করে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। আমি ভোটারদের বলতে চাই, আমাদের দক্ষ প্রশাসনিক লোকজন, কমীর্ বাহিনী রয়েছে। তারা ইতোমধ্যে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। তাই দক্ষ মানুষদের প্রতি আস্থা রাখুন। ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে, আরও হবে। আমরা আশা করছি উপজেলা পরিষদ নিবার্চনে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে।

রোববার সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নিবার্চন উপলক্ষে রংপুর বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নিবার্হী কর্মকতার্ ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকতার্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিবার্চন কমিশনার বলেন, আমরা নিবার্চন কমিশনে যোগ দেওয়ার সময় পত্র—পত্রিকায় খবরে দেখেছিলাম যে আমাদের প্রতি মানুষের আস্থাহীনতা ছিল। তখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মানুষের ভেতরে কমিশনের প্রতি যে বিরুপ ধারণা ছিল তা দূর করতে কাজ শুরু করেছি। সকলের সাথে সমন্বয় করে আন্তরিকতা, শ্রদ্ধা, দেশের প্রতি মমত্ববোধ নিয়ে আমরা সেই বিরুপ ধারণাটি দূর করতে পেরেছি।

তিনি আরও বলেন, জাতীয় নিবার্চনে যারা প্রার্থী ছিলেন তাদের চেয়ে উপজেলা নিবার্চনে যারা প্রার্থী হবেন তাদের সাথে মানুষের যোগাযোগ বেশি রয়েছে। সুতরাং নিবার্চনে প্রার্থীদের কারনে ভোটারদের উপস্থিতি বাড়বে। এছাড়া প্রার্থীদের সংখ্যা বাড়বে, প্রতিদ্বন্দ্বিতাও বাড়বে। কোন কোন ক্ষেত্রে প্রার্থীদের মাঝে দ্বন্দ্বও সৃষ্টি হতে পারে। এসব বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। নিবার্চন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, জাতীয় সংসদ নিবার্চনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। সবাই প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছে। আমরা এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সকল প্রার্থীকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এ ব্যাপারে আমরা গাইড লাইন দেব। আপনারা নিবার্চন কমিশনকে আস্থাশীল করেছেন। রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ রায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments