রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeজাতীয়প্রধান বিচারপতি বাসভবনে ভাঙচুর

প্রধান বিচারপতি বাসভবনে ভাঙচুর

বাংলাদেশ প্রতিবেদক: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা। আজ সোমবার বিকেলে ৫টার বাসভবন ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে।

জানা যায়, বেশ কিছু মানুষ দেয়াল টপকে ১৯ হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনে ঢুকছিলেন। ভেতর থেকে চিৎকার, হইহুল্লোড় ও ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছিল।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পৌনে পাঁচটার দিকে একদল মানুষ বাসভবনের ভেতরে ঢুকে পড়েন। তখন নিরাপত্তা রক্ষী ছিলেন না। বাসভবন ভাংচুরের পাশাপাশি বাসভবনে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ ছিল বিচ্ছিন্ন। এর কিছুক্ষণ আগে প্রধান বিচারপতি বাসভবন থেকে বের হন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments