শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeজাতীয়অপরাধী যত প্রতাপশালীই হোক না কেন, ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধী যত প্রতাপশালীই হোক না কেন, ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ প্রতিবেদক: অপরাধী যে দলের যত বড় প্রতাপশালীই হোক না কেন, ছাড় পাবে না বলে হুশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সভা শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, আজকের সভায় ঢাকার আইন-শৃঙ্খলা কিভাবে উন্নয়ন করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে, তবে আরও উন্নত করার জায়গা রয়ে গেছে।

সভার সিদ্ধান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে আপনারা বলতেন, মোহাম্মদপুর একটা সময় ঝামেলাপূর্ণ এলাকা ছিল, বর্তমানে মোহাম্মদপুর মোটামুটি সহনীয় পর্যায়ে চলে আসছে। অনান্য এলাকায় এই মডেলে কাজ করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ট্রাফিকের একটা বড় সমস্যা আছে। রাস্তাঘাটে দোকানপাট বসে। এগুলোকে আপাতত যেন এখান থেকে সরিয়ে দেওয়া যায়। আমি রাস্তার কথা বলছি, ফুটপাত নয়। আপনাদেরকেও সহযোগিতা করতে হবে, একটা দোকান সরিয়ে দিলে কিছুক্ষণ পর আবার আরেকটা দোকান চলে আসে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে।

তিনি বলেন, ক্রিমিনাল যেই হোক, যে দলেরই হোক, তাকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সে যত বড় প্রতাপশালী হোক না কেন, ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজি যেন কোনো অবস্থায় না হয়।

রিকশাগুলো মেইন (মূল সড়কে) রাস্তায় চলে আসে। সরিয়ে দিলে আবারও চলে আসে, আমরা বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলব, তাদের ব্যাটারিগুলো যেন চার্জ না করা হয়ে সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments