বাংলাদেশ প্রতিবেদক: কতিপয় ওয়েবপেইজ ও নিউজ পোর্টালে প্রতিষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে অযাচাইকৃত, মানহানিকর, ভিত্তিহীন ও অপপ্রচারমূলক সংবাদ পরিবেশনের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সোমবার বিএফইউজে’র যুগ্ম মহাসচিব আবদুল মজিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ হীন অপচেষ্টার গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক ইত্তেফাকের পলিটিক্যাল এডিটর ফরাজী আজমল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি একই সাথে দৈনিক বাংলাদেশ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান (মিঠুন মোস্তাফিজ) ও
বাংলাদেশ জার্নালের বিশেষ প্রতিনিধি শামীম সিদ্দিকীর এর বিরুদ্ধে কতিপয় ওয়েব পেইজে (সিএনএন বাংলা, স্টারবিডি নিউজ২৪.কম, ভোরের পাতা, সিলেট টাইমস ইত্যাদিতে) অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানিকর অপচেষ্টার নিন্দা জানিয়েছে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বিবৃতিতে নেতারা আরো বলেন, নাম সর্বস্ব অনলাইনে অসৎ উদ্দেশ্যে, কল্পনাপ্রসূত, কুরুচিপূর্ণ, অসত্য ও অযাচাইকৃত তথ্যের মিশেলে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর এমন খবর প্রকাশ সাংবাদিকতার নীতি-নৈতিকতা পরিপন্থী ও দেশের প্রচলিত আইনের দৃষ্টিতে অপরাধ।
মানহানিকর সংবাদ প্রকাশের জন্য অভিযুক্ত ওয়েবপেইজ ও নিউজ পোর্টালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান বিএফইউজে-ডিইউজে’র শীর্ষ নেতৃবৃন্দ।