শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeরাজনীতিএমপির স্ত্রীও স্বতন্ত্র কোটায় এমপি, কর্মীদের মাঝে আনন্দ

এমপির স্ত্রীও স্বতন্ত্র কোটায় এমপি, কর্মীদের মাঝে আনন্দ

তাবারক হোসেন আজাদ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন কাজী শহীদ ইসলাম পাপুল। এবার সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হতে যাচ্ছেন তার স্ত্রী সেলিনা ইসলাম। এতে রায়পুরের ছেলে ও পুত্রবধু এমপি হওয়ায় উপজেলার আ’লীগসহ পরিবার ও স্বজনদের মাঝে আনন্দ বিরাজ করতে দেখা গেছে। জানা গেছে, সেলিনা ইসলামের পৈতৃক বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। সূত্র জানায়, কুয়েত প্রবাসী ব্যবসায়ী ও বাংলাদেশের এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজী শহীদ ইসলাম পাপুল দুই বছর আগে তার নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে আসেন। একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে মনোনয়ন পেতে বিভিন্নভাবে লবিং করে ব্যর্থ হন। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন। এ আসনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান মহাজোট থেকে মনোনয়ন পেয়েছিলেন। জেলা আওয়ামী লীগ মহাজোট প্রার্থীকে সমর্থন করলেও নির্বাচনের আগে দৃশ্যপট পাল্টে যায়। নির্বাচনের ঠিক সপ্তাহখানেক আগে রহস্যজনক কারণে উধাও হয়ে যান মোহাম্মদ নোমান। পরে নির্বাচনে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থী পাপুল। কথিত আছে- স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করে জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান আত্মগোপনে গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এদিকে সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র এমপিদের গ্রুপ থেকে শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ কোটায় তারও সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া কেবল সময়ের ব্যাপার। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, লক্ষ্মীপুরের চার এমপির পাশাপাশি আমরা আরও একজন এমপি (সংরক্ষিত মহিলা) পেলাম। যিনি রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের ঐতিহ্যবাহী কাজী পরিবারের বধূ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments