বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeরাজনীতিএই সরকার মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় বসে আছে: ড. কামাল

এই সরকার মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় বসে আছে: ড. কামাল

কাগজ প্রতিবেদক: সরকার নিজেদের কিভাবে নির্বাচিত দাবি করে? মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় বসে আছে। তাই জনগণের অধিকারের কোনো মূল্য তাদের কাছে নেই বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে চকবাজারে আগুনে নিহতদের স্মরণে শোকসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের কাছে জনগণের অধিকারের কোন মূল্য নেই বলেই আদালতের আদেশের পরও গত নয় বছরেও নিমতলী আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন বাস্তবায়ন হয়নি। ড. কামাল বলেন, কেন এগুলো বাস্তবায়ন হয়নি তা জনগণকে জানানো হোক। একইসঙ্গে গত নির্বাচনে কীভাবে সরকার নির্বাচিত হয়েছে তাও জনগণকে জানানোর দাবি করেন ড. কামাল হোসেন।

শোক সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আবু সাইয়িদ, মেজর জেনারেল আমসা আমিন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments