বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিযারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল: ড. কামাল

যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল: ড. কামাল

কাগজ প্রতিবেদক: গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘মানুষের মাথা কেনা যায় না, গরু-ছাগলের মাথা কেনা যায়। যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত। কুশাসন থেকে জনগণ মুক্তি চায়, মিথ্যার ওপর রাষ্ট্রও চলতে পারে না।’
শুক্রবার (৮ মার্চ) মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর গণফোরামের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় কামাল হোসেন মন্তব্য করেন, দেশে সুস্থ রাজনীতির চাহিদা আছে এটা অস্বীকার করার কোনও সুযোগ নেই। তিনি মহানগর নেতাদের উদ্দেশে বলেন, ‘অতীতে রাজনীতি ছিল মানুষকে নিয়ে। মানুষের সংকটগুলো চিহ্নিত করে সক্রিয়ভাবে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।’
কামাল হোসেন বলেন, ‘জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সার্বক্ষণিক জনগণের সঙ্গে থাকলে অচিরেই সুস্থ ধারার রাজনীতি দৃশ্যমান হবে। দেশের বেশির ভাগ মানুষ সুস্থ ধারার রাজনীতির পক্ষে। এ রাজনীতি চর্চা হতে থাকলে অপরাজনীতি চিরতরে বিদায় নেবে।’
ঢাকা মহানগর গণফোরামের বর্ধিতসভা ইডেন কমপ্লেক্সস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন– সাইদুর রহমান সাইদ, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, হারুনুর রশীদ তালুকদার, মো. রওশন ইয়াজদানী, ফরিদা ইয়াছমীন, কাজী হাবিব, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, লতিফুল বারী হামিম, এম শফিউর রহমান খান বাচ্চু, মো. আজাদ হোসেন, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান বুলু, রেজাউল হাসান, শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments