বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeরাজনীতিএকদিন বাংলাদেশ হবে সিঙ্গাপুর: এমপি মোস্তাফিজুর রহমান

একদিন বাংলাদেশ হবে সিঙ্গাপুর: এমপি মোস্তাফিজুর রহমান

অমর চাঁদ গুপ্ত: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি গতকাল শনিবার সকাল দশটায় দিনাজপুরে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের আসলে তাঁকে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃর্বিভাগ ও আন্তঃবিভাগ পরিদর্শনসহ রোগীদের সাথে চিকিৎসাসেবা ও খাবার মান নিয়ে কথা বলেন। শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার সঞ্জয় কুমার গুপ্ত, মেডিকেল অফিসার ডা. মো. এনায়েতুল্লাহ নাজিম, ডা. মো. রেজাউল করিম, ডা. মোছা. মাহতেরেমা ফাতেমা, ডা. মো. আতিকুর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশ মা’র নিজস্ব প্রতিবেদক প্লাবন শুভ প্রমূখ। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারিসহ সেবক ও সেবিকারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার সরকার তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এজন্য প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে কেউ বিনা খাদ্যে এবং বিনা চিকিৎসা মারা যায়নি। আগামীতে প্রত্যেকটি স্বাস্থ্য কমপ্লেক্সে শহরের বড় বড় হাসপাতালের মতোই চিকিৎসাসেবার মান বাড়ানোর জন্য কাজ করছে সরকার। মানুষের সেবায় প্রত্যেকটি চিকিৎসককে মনোনিবেশ করতে হবে। বানিজ্যিক হিসেবে নয়, সেবার ব্রত নিয়ে চিকিৎসকদের কাজ করতে হবে। সবাই নিজ নিজ দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে কাজ করলে একদিন বাংলাদেশ হবে সিঙ্গাপুর।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments