সোমবার, মে ২০, ২০২৪
Homeরাজনীতিপ্রহসনের নির্বাচন মানিনা, সংসদ অবৈধ: অধ্যাপক ড: আবু সাইয়িদ

প্রহসনের নির্বাচন মানিনা, সংসদ অবৈধ: অধ্যাপক ড: আবু সাইয়িদ

এস এম শফিকুল ইসলাম: গণফোরামের নির্বাহী সভাপতি সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক ড: আবু সাইয়িদ, বলেছেন, বর্তমান আমলারা নিজেদের অনিয়ম, দূর্ণীতি ঢাকতেই বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীকে সামনে রেখে ব্যবসা শুরু করেছে। তারা প্রজাতন্ত্রের কর্মচারী না হয়ে দলীয় কর্মচারী হিসাবে কাজ করছে। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মধ্য রাতের একাদশ নির্বাচন মানিনা এ সংসদ অবৈধ. তিনি পুন; নির্বাচনের দাবী করেন, কিন্তু শেখ হাসিনার অধিনে আর কোন নির্বচন নয়। শনিবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে জেলা গণফোরাম আয়োজিত সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতির পিতার ছবির সাথে একই লাইনে, একই সাথে একই ফ্রেমে সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর ছবি রাখা সংবিধান বিরোধী। তিনি বলেন, ৭৫ সালের আগের আওয়ামীলীগ আর ৭৫ এর পরের আওয়ামীলীগ এক নয়। বর্তমান সরকার ঋণ খেলাপীদের পক্ষে, তারা শিক্ষার নামে বরাদ্দ নিয়ে রুপপুরে দিয়ে লুটপাট করছে, দেশের টাকা বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন। আমি ৭১ সালে মুক্তি যুদ্ধেও পুরমাইল ক্যাম্প ইনচার্জ ছিলাম। জেনারেল অরোরা, কর্নেল শাফায়াত জামিল, জেনারেল ওসমানি , ক্যাপ্টেন ডোগরা আমার ক্যাম্প পরিদর্শন করেছিলেন। আমার এলাকায় একাদশ সংসদ নির্বচনে আমার উপর ২২ বার হামলা করেছে, আমার সকল কেন্দ্রে পুলিশ ঢুকে রাত ৯ টা ১০ টার মধ্যে দুবৃত্তরা ভোট কেটে বাক্স্র ভরিয়েছে। এ সরকার লুটেরাদের সরকার, ্ধসঢ়;সরকার বিরোধীদের রাস্তায় নামতে দেয়না, মিটিং করতে দেয়না, এ সরকার বুরোক্রেসীকে শেষ করে দিয়েছে। গনফোরাম নেতারা অভিযোগ করেন, জয়পুরহাট সার্কিট হাউজে তাদের থাকতে দেওয়া হয়নি এবং জয়পুরহাটের মুক্ত মঞ্চে গণ জমায়েত করতে দেয়া হয়নি সেই সাথে তাদের প্রচার মাইক কেড়ে নেওয়া হয়েছে, ফলে প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করতে হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সাকর্, ল “এসোসিয়শনের মহাসচিব এ্যাড. মোহসিন রাশেদ, প্রেসিয়িাম সদস্য মেজর জেনারেল অব: আফছা আমিন, জেলা গণ ফোরামের সভাপতি শ্যামল সাহা সহ স্থানীয় গণ ফোরাম নেতারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments