রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Homeরাজনীতিমন্ত্রী-এমপি কেউ রেহাই পাবে না: কাদের

মন্ত্রী-এমপি কেউ রেহাই পাবে না: কাদের

সদরুল আইন: এডিস মশার হাত থেকে বাঁচতে দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মাঠে সবাইকে একযোগে মাঠে নামার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তা না হলে মন্ত্রী-এমপি কেউ-ই রেহাই পাবে না।’

মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু মোকাবেলায় দলটির এক বিশেষ সভায় ওবায়দুল কাদের বলেন, ‘এই এডিস মশা ভয়ঙ্কর, এই এডিস মশা কারো চেহারার দিকে তাকায় না, আপনি কাউন্সিলর আপনি কি নেতা, আপনি কি মন্ত্রী, এমপি, মেয়র কোন দিকেই তাকাবে না।

এডিশ মশা সামনে পেলেই রক্ত খাবে। এমপির রক্ত খাবে, মন্ত্রীর রক্ত খাবে, নেতার রক্ত খাবে কাউন্সিলরের রক্ত খাবে কাউকে ছাড়বে না।
সাংবাদিকদেরও রেহাই নেই।’

মন্ত্রী আরো বলেন, ‘সবাইকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আমাদের যে করণীয় তা পালন করতে হবে। শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গু মুক্ত বাংলাদেশ, এই কথা শুধু মুখে নয় একশানে বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘নোংরা শহরের মধ্যে আমরা বিশ্বে চার নম্বরে, তাহলে কেন এডিশ মশার প্রজনন হবে না। কেন বংশ বিস্তার হবে না।ভয়ঙ্কর চিকুন গুনিয়ার মত ব্যাধিতে অনেকের প্রাণ হানি ঘটেছে। ঢাকাকে ক্লিন করতে হবে, ঢাকাকে গ্রীন করতে হবে। আমাদের এবং প্রতিনিধিদের যৌথ ভাবে মাঠে নামতে হবে।’

তিনি আরো বলেন, ‘মিডিয়া না থাকলে ডেঙ্গুকে গুজব বলে চালিয়ে দিত সরকার’ বিএনপির এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষন করলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলবো মিডিয়া না থাকলে বিএনপি যে একটা রাজনৈতিক দল এর অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হতো। মিডিয়া না থাকলে বিএনপি যে আছে এটা বোঝার কোন উপায় আছে?’

মন্ত্রী আরো বলেন ‘নির্বাচনে তারা ব্যর্থ, আন্দোলনে তারা ব্যর্থ। এত বড় বন্যা হয়ে গেলো ছিটেফোঁটা দু’একটা জায়গায় গিয়ে ফটো সেশন করে শেষ। ডেঙ্গু অভিযানেও তারা নেই, তারা শুধু মুখে মুখে আবাসিক প্রতিনিধি পল্টনের অফিসে বসে কথা বলছে। মিডিয়া না থাকলে আজকে জনগন কিভাবে বুঝতো এই দল যে আছে?‘

বিশেষ সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ-এর অন্তর্গত সকল থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সকল দলীয় কাউন্সিলর, আওয়ামী লীগ দলীয় ঢাকা মহানগরের অন্তর্গত সকল সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments