শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে অস্ত্রের মুখে অপহৃত ৫ রাখাল উদ্ধার

লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে অপহৃত ৫ রাখাল উদ্ধার

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রামগতিতে একটি মহিষের খামার থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ রাখালকে অপহরণ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬আগস্ট) গভীর রাতে উপজেলার চর আবদুল্লাহ এলাকার মহিষের খামারে এ ঘটনা ঘটে। এসময় মুক্তিপন হিসেবে ৫ লাখ টাকা দাবী করেন অপহরণকারীরা। এদিকে এঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ সেই মোবাইল নাম্বার ট্যাগিং করে ভোলা জেলার দৌলতদিয়া থেকে অপহৃত রাখালদের উদ্ধার করে। তবে অপহরণকৃত কাউকেই আটক করতে পারেনি তারা। উদ্ধারকৃত রাখালরা হলেন, রামগতি উপজেলার চর আলেকজান্ডার এলাকার রুবেল হোসেন, আলমগির হোসেন, ইউসুফ হোসেন, রিপন হোসেন ও চর কাদিরা গ্রামের মো. নবী। পুলিশ ও স্বজনরা জানান, উপজেলার চর আবদুল্লাহ এলাকার মহিষের খামার থেকে মঙ্গলবার (৬ আগস্ট) গভীর রাতে দুবৃত্তরা অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় রাখালদের। পরে তাদের স্বজনদের মোবাইল ফোনে কল দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। সেই মোবাইল ফোন ট্যাগিং করে দুপুরে পুলিশ ভোলা জেলার দৌলতদিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করে। বর্তমানে অপহৃতরা দৌলতদিয়া থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা বলেন, রামগতির অপহরণকৃত ৫ রাখালকে উদ্ধার করা হয়েছে। তারা ভোলা জেলার দৌলতদিয়া থানায় রয়েছেন। এ ঘটনায় অপহরণকারীদের আটকের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments