শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজনীতিযুবলীগের চার নেতাকে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ নিষিদ্ধ

যুবলীগের চার নেতাকে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ নিষিদ্ধ

সদরুল আইন: যুবলীগের চার নেতার গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ নি’ষিদ্ধ করা হয়েছে। গণভবন সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত যুবলীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের শীর্ষ চার নেতাকে গণভবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এরা হলেন,মইনুল হোসেন খান নিখিল (সভাপতি, ঢাকা মহানগর উত্তর যুবলীগ)।

মোহাম্মদ ইসমাইল হোসেন (সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুবলীগ)।

ইসমাইল চৌধুরী সম্রাট (সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ)।

রেজাউল করিম রেজা (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ)।

উল্লেখ্য গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের বেশ কয়েকজন নেতা বিভিন্ন অপ’কর্মের সঙ্গে জ’ড়িত বলে অ’ভিযোগ করেন।

এই অভি’যোগের প্রেক্ষি’তে আইনপ্র’য়োগকারী সংস্থা গতকাল বুধবার রাজধানীর মতিঝিল এবং বনানীতে একাধিক ক্যাসি’ওতে অভি’যান চা’লায়।

এসব ক্যা’সিনোর মালিকানা যুবলীগের বিভিন্ন নেতার নামে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গ্রেফতারও হয়েছে।

এরপর পরই এসব নেতাকে গ’ণভবনে প্র’বেশ নিষি’দ্ধ করা হলো।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের ভেতর শু’দ্ধি অ’ভিযান শুরু করেছেন। সেই শু’দ্ধি অভি’যানের অংশ হিসেবে টেন্ডা’রবাজি স’ন্ত্রাস এবং নৈতি’কস্খলনজনিত অপরা’ধের ব্যা’পারে শূন্য সহি’ষ্ণুতা নীতি গ্রহণ করা হয়েছে।

এর অংশ হিসেবেই যুবলীগের চার নেতার গ’ণভবনে প্র’বেশ নি’ষিদ্ধ করা হয়েছে। এর আগে, ছাত্রলীগ নেতা শোভন-রাব্বানীর গ’ণভবনে প্র’বেশ নি’ষিদ্ধ করা হয়েছিল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments