বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক বিশেষ সভা

রংপুরে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক বিশেষ সভা

জয়নাল আবেদীন: রংপুর বিভাগে দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে পালনের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ডিআইজির সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। দুর্গা পূজায় নিরবিঘ্নে ও নিরাপদ পরিবেশে করার জন্য পুলিশী টহল জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়। সভায় রংপুর বিভাগের আগস্ট মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনায় অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় রংপুর রেঞ্জে কর্মরত পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়ানোর জন্য আগস্ট মাসে কৃতিত্বপূর্ণ কাজের জন্য জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়। পুরুস্কারপ্রাপ্তরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর সার্কেলে সহকারি পুলিশ সুপার মিথুন সরকার অপহরণ মামলার ভিকটিম উদ্ধার অভিযান পরিচালনা করায় বিশেষ পুরস্কার পান দিনাজপুর জেলার বিরামপুর থানার এসআই আকমল হোসেন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে রংপুর জেলার কাউনিয়া থানার এসআই মামুনুর রহমান এবং নীলফামারী জেলার জলঢাকা থানার এসআই মোন্তাছির বিল্লাহ। রংপুর জেলার পীরগঞ্জ থানার এএসআই এনামুল হক, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট হিসেবে লালমনিরহাট ট্রাফিক ইউনিটের টিআই তরিকুল ইসলাম, শ্রেষ্ঠ থানা হিসেবে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান এবং শ্রেষ্ঠ জেলা হিসেবে লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক। এছাড়াও ক্লুলেস খুন মামলার রহস্য উদ্ঘাটনের জন্য দিনাজপুর জেলার খানসামা থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান এবং একই জেলার হাকিমপুর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, বন্দুকযুদ্ধে নেতৃত্ব দেয়ায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান, খুন মামলার রহস্য উদ্ঘাটনের জন্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি এমরানুল কবির, অস্ত্র উদ্ধারের জন্য ঠাকুরগাঁও সদর থানার এসআআই আব্দুল হালিম, শিশু উদ্ধার এর জন্য দিনাজপুর জেলার বিরামপুর থানার ওসি মনিরুজ্জামানগণ বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত হন। ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যরে সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, ঠাকুরগাঁও এর পুলিশ সুপার মনিরুজ্জামান, আরআরএফ এসপি মেহেদুল করিম, রংপুর রেঞ্জের এসপি মোহাম্মদ এনামুল হক, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পুলিশ সুপার আব্দুল লতিফ, গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, পিবিআই, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন, সহকারি পুলিশ সুপার (অপরাধ) জনাব এ, বি, এম জাহিদুল ইসলাম এবং সিআইডি’র সহকারি পুলিশ সুপার রমজান হোসেন উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments