বাংলাদেশ প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে হঠাৎ রাজধানীতে বিশাল মিছিল বের করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে বিএনপির নেতাকর্মীদের স্লোগান আর পদচারণায় প্রকম্পিত হয় প্রেসক্লাব, হাইকোর্টসহ আশপাশের এলাকা। হাইকোর্ট গেটে গিয়ে সড়কে অবস্থান ও শুয়ে সড়ক অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা।
হঠাৎ দুপুরে হওয়া এ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়ে বেগম জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেন।
এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে হাইকোর্টের সামনে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। এতে করে হাইকোর্টের দ্বিতীয় গেটসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে পুলিশ এসে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।