মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeজাতীয়কলকাতায় অত্যন্ত সম্মানের সাথে প্রধানমন্ত্রীকে গ্রহণ করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

কলকাতায় অত্যন্ত সম্মানের সাথে প্রধানমন্ত্রীকে গ্রহণ করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ৩৩তম সিএসিসিআই সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরে যথাযথ মর্যাদায় অভিবাদন জানানো হয়নি বলে কলকাতার একটি দৈনিকের প্রতিবেদনের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে কলকাতায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখতে গত শুক্রবার (২২ নভেম্বর) একদিনের সফরে কলকাতা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ নভেম্বর (রোববার) প্রধানমন্ত্রীর ওই সফরে দিল্লির আতিথেয়তাকে প্রশ্নবিদ্ধ করে একটি প্রতিবেদন প্রকাশ করে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদি) আমন্ত্রণে কলকাতায় এলেন বঙ্গবন্ধু কন্যা। কিন্তু তাকে স্বাগত জানাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো মন্ত্রী, এমনকি শীর্ষ আমলাকেও পাঠানো হয়নি, যা কি না বাধাধরা কূটনৈতিক প্রথা এবং সৌজন্যের বিরোধী। কেন এমন উদাসীনতা প্রদর্শন, সে বিষয়ে সরকারিভাবে মুখ খুলতে চাইছে না সাউথ ব্লক।’

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। কলকাতায় অত্যন্ত সম্মানের সাথে প্রধানমন্ত্রীকে গ্রহণ করা হয়েছে।’

সেখানে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধির উপস্থিত না থাকার বিষয়ে তিনি বলেন, ‘স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দাওয়াত দিয়েছেন। এরপর আর কী চান?’ এর আগে অক্টোবরে ভারতে নয়াদিল্লি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments