বাংলাদেশ প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের বিদায় ঘন্টা বেজে গেছে। দেশের জনগণ বারবার শোষকদের তাড়িয়েছে আওয়ামী লীগকেও তাড়াবে।
শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ- এ্যাব এর সাবেক সভাপতি জাবেদ ইকবালের স্মরণ সভায় একথা বলেন তিনি।
ফখরুল বলেন, গেল ১০ বছর ধরে বিএনপিকে নানাভাবে ভাঙ্গার চেষ্টা করছে আওয়ামী লীগ। ৫২ থেকে ৯০ সাল পর্যন্ত যত শোষক ছিল সবাইকে তাড়িয়েছে জনগণ।
তিনি বলেন, বিএনপির আমলেই দেশে কৃষি বিপ্লবের সুচনা হয়েছে। এখন কৃষক দাম পায় না অথচ সব কৃষি পণ্যের দাম বাড়ছে। এর জন্য সরকারকে দায়ি করেন তিনি।