শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeরাজনীতিআশা করি ৫ ডিসেম্বর মেডিকেল বোর্ড সত্য রিপোর্ট দেবে: ফখরুল

আশা করি ৫ ডিসেম্বর মেডিকেল বোর্ড সত্য রিপোর্ট দেবে: ফখরুল

বাংলাদেশ প্রতিবেদক: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মেডিকেল বোর্ড আদালতে সত্য রিপোর্ট জমা দেবেন বলে প্রত্যাশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে গোলটেবিল আলোচনা সভায় তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, আজকে দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি নড়তে পারছেন না। আমি পিজির পরিচালককে ধিক্কার দেই। তিনি সত্য গোপন করেছেন। আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি ৫ ডিসেম্বর মেডিকেল বোর্ড সত্য কথা বলবে।’ এ সময় অবিলম্বে নতুন নির্বাচনের জন্য সরকারকে নির্দলীয় সরকার গঠন এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি কখনোই সন্ত্রাসে বিশ্বাস করে না বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের জোট আছে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠনে বিশ্বাসী। সন্ত্রাসী তো তারাই যারা মানুষের ভোটাধিকার লুট করে জোর করে ক্ষমতায় থাকে।’
তিনি বলেন, ‘সন্ত্রাসী কায়দায় জোর করে মানুষকে দাবিয়ে রেখে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ, তাদের সঙ্গে পাকবাহিনীর আচরণের কোনো পার্থক্য নেই।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে। হলি আর্টিজান মামলার রায়ে আমরা সন্তুষ্ট। আসলে যখন কথা বলার সুযোগ থাকে না। সব দরজা-জানালা বন্ধ হয়ে যায়। তখনই জঙ্গিবাদের উত্থান ঘটে। আমাদের প্রশ্ন এই সরকার কি ইচ্ছে করে এসব করতে চায়?’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মী গুম, এক লাখের বেশি মামলা, ২৬ লাখের বেশি আসামি। এভাবেই আমরা লড়ে চলেছি। আজকে গ্রামে গ্রামে ঘুরে আসুন। মানুষের মাঝে গিয়ে সংগঠিত করতে হবে। এজন্য শুধু বিএনপির দিকে তাকিয়ে থাকলে হবে না। যার যার জায়গা থেকে লড়তে হবে। শুধু সমালোচনা না করে নিজের কাজটুকুও করেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে মানুষকে সংগঠিত করাই হচ্ছে মূল কাজ।’
‘এখন ঐক্যের সময়। দুঃশাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকার তো সবকিছু ধ্বংস করে ফেলেছে। যদি কোনো শাসক দেয়ালের লিখন পড়ত, মানুষের চোখের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সরকার এত খারাপ হতে পারত না! এই সরকার চারদিকে ব্যর্থ।’
বিএনপির এই নেতা বলেন, ‘ক্যাসিনো অভিযানে যাদের ধরা হয়েছে তারা তো চুনোপুটি। গডফাদারদের ধরলেন না কেন? তারা কোথায়? নাম প্রকাশ করুন। আজকে ব্যাংক ব্যবস্থা ধ্বংস। অর্থনীতি ধ্বংস। এদের দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না। অর্থনীতি রক্ষা হবে না।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘আমাদেরকে সভা-সমাবেশ করতে দেয়নি। আর আওয়ামী লীগের ছোট সংগঠনও কত টাকা খরচ করে আয়োজন করে। এখন চলছে উৎসব। বছরজুড়ে নাকি উৎসব। কার টাকা এগুলো? জনগণের টাকা। আজকে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। পেঁয়াজ, লবণ, চাল সব কিছুর দাম বৃদ্ধি। দেশে কি কোনো সরকার আছে? এরা তো দখলদার সরকার। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এই সরকারের পার্থক্য কোথায়? তারা তো পাক হানাদার বাহিনীকে হার মানিয়েছে, শুধু ক্ষমতায় থাকার জন্য।’
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিচালনায় গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয় পার্টির (জাফর) একাংশের মোস্তফা জামাল হায়দার, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশের একাংশের চেয়ারম্যান অধ্যাপক ড. নূরুল আমিন বেপারী, মহাসচিব শাহ আহমেদ বাদল জাগপার আসাদুর রহমান প্রমুখ।
এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে মেডিকেল বোর্ডের রিপোর্ট চেয়েছেন আপিল বিভাগ। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করতে হবে। একই সঙ্গে ৫ ডিসেম্বর জামিনের বিষয়ে আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন আদালত। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments