শুক্রবার, মে ১৭, ২০২৪
Homeরাজনীতিডেড লাইন ১২ ডিসেম্বর: সহিংসতার পথে যেতে পারে বিএনপি

ডেড লাইন ১২ ডিসেম্বর: সহিংসতার পথে যেতে পারে বিএনপি

সদরুল আইন: আপিল বিভাগে বেগম খালেদা জিয়ার জামিনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর। ১১ ডিসেম্বরের মধ্যে আপিল বিভাগ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট চেয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে।

১১ তারিখ রিপোর্ট পেলে ১২ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চ তাঁর জামিনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

বেগম খালেদা জিয়ার জামিন হবে কি হবেনা- এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন-প্রশ্ন।

তবে একাধিক দায়িত্বশীল সূত্রের খবর অনুযায়ী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি বড় ধরণের প্রস্তুতি নিচ্ছে এবং ওইদিন বিএনপি বড় ধরণের শো ডাউনের পরিকল্পনা নিচ্ছে।

এছাড়া বেগম খালেদা জিয়ার গেপ্তারের পর ওইদিন প্রথমবারের মতো সহিংসতার পথেও যেতে পারে দলটি বলে একাধিক দায়িত্বশীল সূত্র আভাস দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপিকে সহিংস করতে জামায়াত উসকে দিচ্ছে। কিছুদিন আগেই জামায়াতের কাউন্সিল অধিবেশন হয়েছে। এখন জামায়াত বেগম খালেদা জিয়ার ইস্যুকে কেন্দ্র করে রাজপথে সহিংসতা করা এবং জ্বালাও-পোড়াও রাজনীতিতে ফিরিয়ে আনার কৌশল গ্রহণ করেছে।

আর এই জন্যই তারা বিএনপির সাথে নিয়মিত বৈঠক করছে বলেও খবর পাওয়া গেছে।

বিএনপির মধ্যে যারা উগ্রবাদী অংশ, যারা রাজনীতিতে মুক্তির দাবিতে রাজপথের আন্দোলনের পক্ষপাতী ছিল- তারা ইদানীং চাঙ্গা এবং ইদানীং পাড়া-মহল্লায় গোপন বৈঠক করছে বলেও জানা গেছে।

বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ১২ ডিসেম্বরকে ঘিরে বিএনপি বিভিন্ন ধরণের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে পাড়া-মহল্লায় তারা জমায়েত হবে, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আশেপাশে জড় হওয়া এবং ঝটিকা মিছিল-ঝটিকা বিক্ষোভের পরিস্থিতি তৈরি করতে পারে।

বিএনপির এক নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, ‘আগে আমরা দেখব আপিল বিভাগ কি রায় দেয়, যদি কোন কারণে আপিল বিভাগে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট না যায় অথবা কোন কারণে আপিল বিভাগ বেগম খালেদা জিয়ার জামিন না দেয় তাহলে বিএনপি ২০১৪ সালের পরে আবার সহিংস রূপে ফিরে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।’

তবে বিএনপির অন্য একটি পক্ষ বলেছে, বিএনপি এখনই সহিংস রূপে যেতে চায় না, খালেদা জিয়ার ইস্যুতে তাঁরা ধাপে ধাপে আন্দোলনের চূড়ান্ত রূপ দিতে চায়।

অবশ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাঁরা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন বিএনপি আবার সহিংস রাজনীতির পথে যেতে শুরু করেছে।

তিনি বলেছেন যে, সাধারণ মানুষ সহিংস রাজনীতি প্রত্যাখ্যান করেছে, আবার যদি বিএনপি সহিংস আন্দোলনে যায় তাহলে সাধারণ মানুষ আবার প্রতিহত করবে।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপির এই আন্দোলন আদালতের বিপক্ষে। তিনি মন্তব্য করেন যে, বাংলাদেশের বিচারব্যবস্থা স্বাধীন এবং খালেদা জিয়ার জামিন হবে কি হবে না- এখানে সরকার বা আওয়ামীলীগের কিছু করনীয় নেই। এটা সম্পুর্ণ আদালতের এখতিয়ার।

আদালত যদি খালেদা জিয়াকে জামিন দেয়, সরকারের বা আওয়ামীলীগের কিছু করনীয় নেই। তবে বিএনপি ইদানীং যা করছে, বিশেষ করে গত শুনানির দিনে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের এজলাসে যা করেছে তা নজিরবিহীন, দূর্ভাগ্যজনক এবং শিষ্টাচারবহির্ভুত। এটা কোন গণতান্ত্রিক সমাজের রীতি হতে পারেনা।

এ কারণেই আগামী ১২ ডিসেম্বর যেন বিএনপি কোনরকম অস্থির পরিস্থিতি তৈরি করতে না পারে এবং জনমনে অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সরকারের তরফ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রগুলো বলছে, বিএনপি যদি ওইদিন কোন উদ্ভূত পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোরভাবে তা দমন করবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments