সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
Homeরাজনীতিকুর্মিটোলা হাসপাতালে করোনায় সিপিবি নেতার মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

কুর্মিটোলা হাসপাতালে করোনায় সিপিবি নেতার মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

বাংলাদেশ প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ মহানগরের ১৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক বিকাশ সাহা। আজ রোববার (১৮ এপ্রিল) সকাল ৭ টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দেওভোগ আখড়ার দীঘিরপাড় এলাকার বাসিন্দা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শহর শাখার সভাপতি বিমল কান্তি দাস জানান, করোনা আক্রান্ত হয়ে শনিবার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিকাশ সাহা। আজ রোববার সকাল ৭টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিকাশ সাহার ছেলে অনির্বান সাহা অভিযোগ করে বলেন, হাসপাতালে কোন চিকিৎসা দেয়া হয় না ৷ ডাক্তার, নার্সরা ছুঁয়েও দেখে না ৷ শ্বাসকষ্ট ছিল বাবার, বারবার নার্স ডেকেছি কিন্তু কেউ আসে নাই ৷ শনিবার ১টার দিকে হাসপাতালে নিয়েছিলাম কিন্তু ভর্তি নিয়েছে বিকাল ৪টায় ৷ সবকিছুতে গাফিলতি তাদের ৷ শনিবার থেকে এ পর্যন্ত ডাক্তার আসে নাই ৷ খোঁজ নিয়ে জানতে পেরেছি এর আগের দিনও ডাক্তার আসে নাই ৷ চিকিৎসার অভাবে বাবা মারা গেছেন ৷ এর চেয়ে বাসায় থাকলেও আমরা বেশি সেবা করতে পারতাম৷

তিনি বলেন, বেশ কয়েকদিন যাবতই বাবার জ্বর ছিল ৷ পরে শ্বাসকষ্ট শুরু হয় ৷ বাসায় থাকতেই তার নমুনা সংগ্রহ করা হয় ৷ পরীক্ষায় পজেটিভ আসলে তাকে হাসপাতালে ভর্তি করি ৷ রোববার সকাল সাতটায় কুর্মিটোলায় তার মৃত্যু হয়৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments