শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজনীতিদেশে ভারসাম্যহীন শাসন ব্যবস্থা চলছে: জিএম কাদের

দেশে ভারসাম্যহীন শাসন ব্যবস্থা চলছে: জিএম কাদের

বাংলাদেশ প্রতিবেদক: দেশে ভারসাম্যহীন শাসন ব্যবস্থা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বাসে আগুন দেয়ার ঘটনায় দেশ আবারও সংঘাতের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন জিএম কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দুই সংসদীয় আসনের উপনির্বাচনের দিন পরিকল্পিতভাবে বাসে আগুন দেয়া হলো। এরপর থেকে আওয়ামী লীগ-বিএনপি একে অপরকে দোষারোপ করে চলেছে। এর মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও মনে করেন জিএম কাদের।

অনুষ্ঠানে জিএম কাদের আরও বলেন, দেশের মানুষ তাই আজ জাতীয় পার্টিকে নিয়ে স্বপ্ন দেখছে। তাই, নেতাকর্মীদের দলকে শক্তিশালী করতে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জাপা তৃতীয় শক্তি হিসেবে টিকে থাকলে হবে না। ক্ষমতায় যাওয়ার জন্য শক্তিশালী দল গঠনে তিনি দলের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলুসহ দলের শীর্ষ কয়েকজন নেতা। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্যজীবী পার্টির নেতাকর্মীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments