শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজনীতিপ্রধানমন্ত্রীকে কটূক্তি, মিনুসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রধানমন্ত্রীকে কটূক্তি, মিনুসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বাংলাদেশ প্রতিবেদক: রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমান মিনুসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ আমলে নিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সাইফুল ইসলাম অভিযোগ আমলে নিয়েছেন।

এর আগে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে আদালতে হাজির হয়ে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ করেন। আদালত বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানানো হয়। গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সম্মেলনে প্রধানমন্ত্রী ও সরকারের বিভিন্ন সমালোচনা করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলীয় নেতারা। পরে মিনুসহ বিএনপির ৪ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেন আওয়ামী লীগের নেতারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments