বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজনীতিএরশাদকে অনুসরণ করছেন ওবায়দুল কাদের: জয়নাল হাজারী

এরশাদকে অনুসরণ করছেন ওবায়দুল কাদের: জয়নাল হাজারী

বাংলাদেশ প্রতিবেদক: ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী বলেছেন, ‘এরশাদের আমলে টিভি খুললে যেমন তার বক্তব্য শোনাযেত, ঠিক তেমনি এখন প্রতিদিন ওবায়দুল কাদেরের বক্তব্য শোনা যায়। প্রতিদিন শুধু বিএনপি, বিএনপি, বিএনপি আর মাঝে মধ্যে খালেদা জিয়া, এ ছাড়া আর কিছু নেই।’

বুধবার সাড়ে ১০টার দিকে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, এরশাদের আমলে অন্যকোনো টিভি চ্যানেল ছিল না, শুধু বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) ছিল। তিনি প্রতিদিন ১৫ মিনিট বক্তব্য দিতেন। টিভি খুললেই তার বক্তব্য আসত, মানুষ বিরক্ত এবং তার বিভিন্ন রকম কার্যক্রম দেখানো হতো। তখন দর্শকদের একটা বড় অংশ ১০ থেকে ১৫ মিনিট পরে টেলিভিশন খুলতো। কারণ এরশাদের ওই সব বিরক্তিকর কথাবার্তা মানুষ শুনতে চাইত না। তারা জানতো যে ১৫ মিনিট এরশাদ বলবে সুতারাং এরশাদের বক্তব্য শেষ হোক তার পরে টেলিভিশন খুলবো। তো এখানেও আমি বলি ওবায়দুল কাদের সাহেব প্রত্যেক দিন, এক দিনও বাদ নেই, শুধু বিএনপির কথা বলছেন। শুধু বিএনপি এটা করছে ওটা করছে, বিএনপি, বিএনপি, বিএনপি মাঝে মধ্যে খালেদা জিয়া।

তিনি আরও বলেন, বিএনপি বিরোধী দল বিএনপির বিরুদ্ধে বলবে দোষের কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি কি আছে? বিএনপির কোনো অস্তিত্ব আছে? বরং ওই যে ভিপি নুর তারও অস্তিত্ব আছে। অস্তিত্ব আছে- জামায়াত, হেফাজতে ইসলাম ও শিবির সবার। কিন্তু আমার মনে হয় বিএনপির অস্তিত্ব নেই। সুতরাং বিএনপি নিয়ে কথা বলার এত দরকার কি? তাই এভাবে প্রতিদিন বলতে বলতে মানুষ কিন্তু বিরক্ত হয়ে গেছে।

জয়নাল হাজারী বলেন, ‘বিএনপির নাম আস্তে আস্তে মুছে যাচ্ছে। কিন্তু ওবায়দুল কাদের বিএনপিকে সবার কাছে তুলে ধরছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আসনটি বঙ্গবন্ধুর আসন, এ আসনে বসে আলতু-ফালতু কথা বলে দলটাকে হেয় করবেন না।’

এ সময় জয়নাল হাজারী ওবায়দুল কাদেরকে প্রশ্ন করে বলেন, ‘আপনি কেন বলেছেন ‘আমরা করোনার চাইতে শক্তিশালী?’ কথাটা নিয়ে এখন কত ট্রল হচ্ছে। আপনি যে আসনে বসেছেন, সেই আসনে এই কথা মানায় না। আপনি করোনার চেয়ে শক্তিশালী হলে করোনা এখন সব মানুষকে মেরে ফেলছে আপনি কি করছেন?’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments