শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeরাজনীতিইউপি নির্বাচনে যারা প্রার্থী হতে চান তারা আমার পিছনে না ঘুরে জনগণের...

ইউপি নির্বাচনে যারা প্রার্থী হতে চান তারা আমার পিছনে না ঘুরে জনগণের কাছে যান: ডা. প্রাণ গোপাল

ওসমান গনি: ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হতে চান তারা আমার পিছনে না ঘুরে জনগণের কাছে যান’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

শনিবার (২ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের তেঘরিয়া গ্রামে নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক আরও বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগ করি, নৌকার প্রশ্নে সকলেই ঐক্যবদ্ধ থাকবো।’ তবে যারা ভোটার হয়নি স্কুল, কলেজে লেখাপড়া করছে এমন শিক্ষার্থীদের ডেকে এনে শ্লোগান দেওয়ার রাজনীতি থেকে বের হয়ে আসার আহবান জানান তিনি। কেরণখাল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হক মাস্টারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মো. মজিবুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ধসঢ়; সেলিম প্রধান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রোকন উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষকলীগ আইন বিষয়ক সম্পাদক এড. শাহজালাল মিঞা শিপন, আল- আমিন ইসলামি কামিল মাদ্রাসা অধ্যক্ষ মো. জাকির হোসেইন, কেরণখাল ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন, আওয়ামী লীগ নেতা মেঘনাথ সরকার, সিনিয়র সহকারি শিক্ষক নিখিল ভৌমিক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আলী আজগর প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমাজ সেবক সুমন ভূইয়াকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাবী জানান। ক্যাপশনঃ চান্দিনা (কুমিল্লা)ঃ চান্দিনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments