বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeরাজনীতিমানুষের দুঃখ-কষ্ট বোঝার শক্তি সরকারের নেই: ফখরুল

মানুষের দুঃখ-কষ্ট বোঝার শক্তি সরকারের নেই: ফখরুল

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়’- এই খনার বচন বর্তমান সময়ের সঙ্গে মিলে গেছে। আমরা একটা নষ্ট নেতৃত্বের মধ্যে পড়ে গেছি। এখানে রাজা এমন হয়েছে যে, সাধারণ মানুষের দুঃখ কষ্টগুলো বোঝার শক্তিও তাদের নেই।’ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের বিদ্যমান সব সংকটের মূলে রয়েছে শেখ হাসিনার নেতৃত্ব ও তার সরকার। তারা সচেতন ও পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্র ও মুক্তচিন্তাকে নির্বাসিত করেছে। তারা রাজনীতিকেও ধ্বংস করেছে। ক্ষমতায় থাকতে সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করা জন্যই তারা এসব করছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সরকার প্রতিহিংসার আগুনে গোটা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কোথাও শান্তি খুঁজে পাবেন না। মানুষের মধ্যে শান্তি-স্বস্তি নাই। স্কুলে যান, কলেজে যান, মসজিদে যান কোথাও শান্তি নেই।’

ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের এমন দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এই ভদ্রলোকের কোনো লজ্জা-শরম নেই। দেশের পুরো নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করেছেন।’

রাজধানীর রেইনট্রি হোটেলে আলোচিত ধর্ষণ মামলার রায়ে হতাশা ও তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সো পাওয়ারফুল। সমস্ত নারী জাতিকে অপমান করে তাদের খালাস দেওয়া হয়েছে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments