রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeরাজনীতি'বাংলাদেশে রাস্তা ও সেতু করতে যে টাকা খরচ হয়, আমেরিকা, ব্রিটেন ও...

‘বাংলাদেশে রাস্তা ও সেতু করতে যে টাকা খরচ হয়, আমেরিকা, ব্রিটেন ও সিঙ্গাপুরেও এত খরচ হয় না’

জয়নাল আবেদীন: বাংলাদেশের রাস্তা ও সেতু তৈরী করতে যে টাকা খরচ হয় আমেরিকা, ব্রিটেনে ও সিঙ্গাপুরে এত টাকা খরচ হয় না। কোথায় যায় এই টাকা। সব টাকা ওনাদের পটেকে যায় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শরিবার বিকেলে নগরের গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ ট্রাকে স্টেজ বানিয়ে মহানগর বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্টিত হয়। দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলীয় নেতার্কমীর উপরে আওয়ামীলীগের হামলার প্রতিবাদে রংপুর বিক্ষোভ সমাবেশ করেছেন।

মহানগর বিএনপির আহবায়ক সামসুজাজামান সামুর সভাপতিত্বে এমময় বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, বিএনপির অন্যতম সদস্য ও সাবেক এমপি সাহিদার রহমান জোসনা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফছার আলী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, মহানগর বিনপির সদস্য রুহুল আমিন বাবলু, রংপুর জেলা যুদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিঠন পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতা মনিরুজ্জামার হিযবুল, মহানগর সভাপতি নুর হাসান সুমন প্রমুখ।সমাবেশ সঞ্চালনা করের মহানগর বিএনপির সদস্য মাহফুজা উন নবী ডন ও জেলার সদস্য সচিব আনিছুর রহমান লাকু। প্রয়াত জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোস্তাফিজুর রহমান বিপুরসহ সকল বিএনপির নেতাকর্মীর মাগফেরাতে দোয়া মোনাজাত করেন।

বক্তারা বলেন, বিচার বিভাগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে বিএনপির জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানুষ এটাও জানে ১৯৮২ সালে সামরিক স্বৈরশাসক মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র হত্যা করা হয়েছিলো। এর আগে দুপুরে রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments