বাংলাদেশ প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সন্ধ্যায় তার গুলশানের বাসায় নেয়া হবে বলে জানা গেছে।
তবে বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে, শুক্রবার বিকেল ৩টায় এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
গত ১০ জুন দিনগত রাত ৩টায় বাসায় অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তির পর ১১ জুন এনজিওগ্রাম করে হার্টে ব্লক পাওয়ায় একটি রিং পড়ানো হয়। ১৭ জুন তাকে সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়।
প্রসঙ্গত, এ নিয়ে চতুর্থবার অসুস্থ হয়ে একই হাসপাতালে চিকিৎসা নেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, অ্যাজমা, আর্থাইটিসসহ নানাবিধ রোগে আক্রান্ত।