
জয়নাল আবেদীন: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক এলজিইডি প্রতিমন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এদেশে নির্বাচন সরকারের অধিনে হবে না। স্বাধীন নিরপেক্ষ কমিশনের অধিনে নির্বাচন হবে। নিরপেক্ষ কমিশনের অধিনে নির্বাচনে বিএনপির এতো ওনিহা কেন। তা হলে কি তারা গভীর ষড়যন্ত্রের সাথে জড়িত। গভীর ষড়যন্ত্রে বিদ্যমান।
জাতীয় পার্টি জাতীয় সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিক পালন করছে। জাতীয় পার্টি যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তারা ৩শ’ আসনে নির্বাচন করবে। আমরা তাদের স্বাগত জানাবো। জাতীয় পার্টি মহাজোটের শরিক নয়। আমাদের সাথে শরিক ছিলেন না। শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের সংগঠন এসপিজিআরসি’র প্রধান পৃষ্টপোষক মরহুম আলহাজ্ব নাসিম খানের ১৭তম মৃত্যু বার্ষিক উপলক্ষে নাসিম খান মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এদিকে বিকেল সাড়ে ৪ টায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রংপুরে তিন দিন ব্যাপি স্মরণসভা ও ১৭তম বাৎসরিক কাউন্সিলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নানক। উর্দুভাষীদের সংগঠন এসপিজিআরসি-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এম. শওকত আলীর সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন এসপিজিআরসির কেন্দ্রীয় যূগ্ম-সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ হারুন অর রশিদ রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল,জেনেভা ক্যাম্প চেয়ারম্যান এস কে গোলাম জেলানী, এসপিজিআরসি কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ শাহিদ, খুরশিদ আলম, ক্রীড়া সম্পাদক মোঃ ছোটু, মোঃ আলতাফ, এসপিজিআরসি চট্রগ্রামের যূগ্ম সম্পাদক সোহেল আশরাফি, রাউসা বাধ কলোনীর সম্পাদক মোঃ রেহান, ফিরোজশাহ কলোনীর সম্পাদক মোঃ টুলু, এসপিজিআরসি খুলনার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, আদমজির সভাপতি লিয়াকত হোসেন।এর আগে সাবেক এই প্রতিমন্ত্রী রংপুর মুসলিমপাড়া রেলওয়ে কবরস্থনে প্রয়াত নেতা আলহাজ্ব নাসিম খানের কবর জিয়ারত ও পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।