মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeরাজনীতি'বিদ্যুতের ঘাটতি নেই, কৃচ্ছতা সাধন করা হচ্ছে: যাদের দেশপ্রেম নাই তারাই সরকারের...

‘বিদ্যুতের ঘাটতি নেই, কৃচ্ছতা সাধন করা হচ্ছে: যাদের দেশপ্রেম নাই তারাই সরকারের সমালোচনা করে’

অতুল পাল: জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি বলেছেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই, বৈশিক কারণে কৃচ্ছতা সাধন করা হচ্ছে। যাদের দেশ প্রেম আছে তারা বিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পণাকে স্বাগত জানিয়েছেন। অপরদিকে যাদের দেশপ্রেম নেই তারাই সরকারের সমালোচনা করছেন।

তিনি প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে প্রতিটি বাড়ির প্রতি ইঞ্চি জায়গায় সাক- সব্জিসহ ফলমুল চাষ করতে অনুরোধ করেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত বাউফলের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে আজ শুক্রবার বেলা সারে ১০ টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তণে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম. ফিরোজ একথা বলেন।

আ.স.ম. ফিরোজ আরো বলেন, ঘূর্নিঝড় সিত্রাংয়ে কাছিপাড়া, ধুলিয়া, কালিশুরী, কেশবপুর, নাজিরপুর এবং চন্দ্রদ্বীপে মাছ চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি এবং জোয়ারের পানিতে পুকুর ও ঘের তলিয়ে আনেক মাছ বাহির হয়ে গেছে। গাছপালা পড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে ৬৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বাড়িঘরও বিধস্ত হয়েছে। কৃষকদের মাঝে বীজ এবং চারা বিতরণের ব্যবস্থা করা হবে। যাতে আমাদের কৃষির উৎপাদন ব্যহত না হয়। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে। যারা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছেন, তাদেরকে ব্যাংক থেকে পূণরায় ঋণ প্রদানের আহবান জানান। ইউক্রেনÑরাশিয়া যুদ্ধের কারণে বৈশিকভাবেই এখন খাদ্য সংকটসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। ভবিষ্যতের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ইঞ্চি জায়গা চাষের আওতায় আনার আহবান জানিয়েছেন। এসময় তিনি বর্তমান সরকারের আমলে বাউফলের সামগ্রীক উন্নয়নসহ সারা দেশের উন্নয়নের কথা তুলে ধরেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সুলতান আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আনিচুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূর্যমণি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা প্রমূখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, আরেফিন সহিদ এবং জসিম উদ্দিন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments