বাংলাদেশ ডেস্ক: মুসলিম বান্ধবীদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন কলম্বিয়ান এক তরুণী।

এই মাসের মাঝামাঝিতে (২০ অক্টোবর) টিআর ডট এজেন্সি আরবি বিষয়টি নিশ্চিত করে।

ওই তরুণীর নাম মারিয়া মেডিনা। তবে ইসলাম গ্রহণের পর জায়নাব নাম গ্রহণ করেছেন তিনি।

টিআর ডট এজেন্সি জানায়, তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোজায়েলির বারবারোস মসজিদে তরুণীর ইসলাম গ্রহণ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদের ইমাম শায়খ কাদের গিলকেসের কাছে কালিমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন তিনি।

ইসলামে দীক্ষিত হওয়ার পর শায়খ কাদের গিলকেস নওমুসলিমা জায়নাবকে বেশ কয়েকটি ইসলামী বই ও তার মাতৃভাষায় পবিত্র কুরআনের একটি প্রতিলিপি উপঢৌকন দেন।

Previous article‘বিদ্যুতের ঘাটতি নেই, কৃচ্ছতা সাধন করা হচ্ছে: যাদের দেশপ্রেম নাই তারাই সরকারের সমালোচনা করে’
Next articleজনসমাগম কাকে বলে আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে: ওবায়দুল কাদের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।