শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজনীতিসরকার জনগণের রায় ছাড়া ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে: ফয়জুল করীম

সরকার জনগণের রায় ছাড়া ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে: ফয়জুল করীম

বাংলাদেশ প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘বর্তমান সরকার ভোট বিহীন সরকার। তারা আবারো জনগণের রায় ছাড়াই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু এ আশা আর পূরণ হবে না। তাদের জানা উচিত, এদেশে ছলাকলা করে ভোট ছাড়া কেউ ক্ষমতায় থাকতে পারে নাই। আইয়ুব খান থাকতে পারে নাই। স্বৈরাচারী কোনো সরকার বাংলাদেশে অস্ত্রের ক্ষমতাবলেও থাকতে পারে নাই। আওয়ামী লীগকেও বলবো- অস্ত্রের ক্ষমতা দিয়ে, অস্ত্রের নল দিয়ে, বন্দুকের গুলি ছুড়ে এদেশে ক্ষমতায় থাকা যাবে না।’

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের সৈয়দ নজরুল চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সৈয়দ ফয়জুল করিম আরো বলেন, ‘এদেশের মানুষ কোনো বাম-রামদের অপশক্তিকে তোয়াক্কা করে নাই, করবেও না ইনশাআল্লাহ।’

বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘স্কুল-মাদরাসার নতুন পাঠ্যবইয়ে যা স্থাপন করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। নতুন পাঠ্যবইয়ে এদেশের মুসলমানদের সমস্ত অবদানকে অস্বীকার করা হয়েছে। মুসলমান শাসকদের কোনো কথা ইতিহাসের মধ্যে নাই। মুসলমান শাসকদের হেয় করার জন্য তাদের নামে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। ৪৭-এর দেশ বিভাগকে অবজ্ঞা করা হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে ‘নিজেকে জানো’ নাম করে অশ্লীলতা শেখানো হচ্ছে। সরকার ভাবছে রাম এবং বামদের এসব শিক্ষা চাপিয়ে দিয়ে দাদাদের খুশি রেখে অস্ত্রের শক্তি দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করবে। আমি বলব, বাংলাদেশের একজন মুসলমান জিন্দা থাকতে, তাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বাম এবং রামদের এসব শিক্ষা এদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। সরকারকে অচিরেই ক্ষমতা থেকে নেমে যেতে হবে।’

ফয়জুল করীম ধর্মহীন রাজনীতির সমালোচনা করে বলেন, ‘ব্রিটিশ শাসন থেকে অনেক বাঁক বদল হয়ে এদেশ স্বাধীন হয়েছে। অনেক শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু স্বাধীনতার বায়ান্ন বছরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা নীতির পরিবর্তন চাই। মানুষের পরিবর্তন চাই। আমরা ব্যক্তি পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে চাই, সমাজ পরিবর্তনের ভিত্তিতে দেশকে পরিবর্তন করতে চাই। ইসলামী যুব আন্দোলন সে কাজই করছে।’

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মু’তাসিম বিল্লাহ মুত্তাকীর সভাপতিত্বে এ যুব সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মুহাম্মদ মারুফ শেখ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জোবায়ের আহমাদ। এছাড়াও সম্মেলনে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের জেলার নেতারা বক্তব্য দেন।

প্রধান অতিথি তার বক্তব্য শেষে ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান। নতুন কমিটিতে তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মো: রবিউল ইসলাম শাহিন, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: শফিউল্লাহ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: এমদাদুল ইসলাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments