বাংলাদেশ প্রতিবেদক: পাঁচ বছর পর আবারো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হলেন শ্রীলঙ্কার চান্ডিকা হাথুরুসিংহে। এবার তার সাথে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাকে সাকিব আল হাসানদের প্রধান কোচ করার ব্যাপারটি মঙ্গলবার (৩১ জানুয়ারি) নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

কোচ নিয়োগের ব্যাপারে বিসিবি প্রধান বলেন, ‘আমরা হাথুরুকে তিন ফরম্যাটের কোচ হিসেবেই নিয়োগ দিয়েছি। অন্তত দুই বছর তিনি জাতীয় দলের সাথে কাজ করবেন। আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিব, এই তালিকায় পাঁচজন আছেন। আছেন উপমহাদেশের তিনজন। তারা ২৫ তারিখের মধ্যে এসে সাক্ষাৎকার দেবে।’

উল্লেখ্য, বাংলাদেশ দলের দীর্ঘদিনের কোচ রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর মাসখানেক ধরে ফাঁকা ছিল প্রধান কোচের জায়গাটা। গুঞ্জন ছিল কয়েকজন বিদেশী কোচের ব্যাপারেই। সেসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারো টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পেলেন হাথুরুসিংহে।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের কনসালটেন্ট হিসেবে ছিলেন ভারতের শ্রীধরন শ্রীরাম। গুঞ্জন উঠেছিল, ক্ষুদ্রতম সংস্করণে আবারো দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। তবে সে গুঞ্জনও টিকল না আর। তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের কোচ হয়ে আসছেন লঙ্কান কোচ হাথুরুসিংহে।

হাথুরুসিংহে এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন বছরেরও বেশি সময় বাংলাদেশের কোচ ছিলেন। এরপর দুই বছর নিজ দেশে কোচ হিসেবে দায়িত্ব পালনের পর কাজ করেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে।

Previous articleসরকার জনগণের রায় ছাড়া ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে: ফয়জুল করীম
Next articleশ্রীমঙ্গলে ট্রাকের চাপায় নিহত এক, শিশুসহ আহত ৩
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।