বাংলাদেশ প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে আওয়ামী লীগ যে কাউকে যোগ্য জবাব দেবে। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে, যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।’
শুক্রবার সকালে বনানী কবরস্থানে শেখ জামালের জন্মদিন উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
বিএনপির আন্দোলন মোকাবেলায় আওয়ামী লীগের কোনো কর্মসূচি থাকার কথা অস্বীকার করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অশুভ রাজনীতির হাত থেকে এদেশের জনগণের জানমাল রক্ষায় আমরা শান্তি সমাবেশ করছি। আমরা নির্দিষ্ট সময়সীমা দিয়ে কোনো কর্মসূচি দিচ্ছি না। আগামী নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকব।’
তিনি জনগণকে তাদের শান্তি আন্দোলনে যোগ দেয়ারও আহ্বান জানান।
তিনি বলেন, ‘মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড ছিল ১৯৭৫ সালে, যখন বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর এবং ২০০৪ সালের ২১ আগস্ট হত্যাকাণ্ড চালানো হয়। এই তিনটি ঘটনা এক সাথে যুক্ত।’
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ওপর গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, ‘হত্যা, ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার রাজনীতির পরিবর্তে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।’
জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং তাদের পরাজিত করার জন্য তিনি জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে জামাল ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সময় নিহত হন।