শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজনীতিবাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে ভাল: হুইপ স্বপন

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে ভাল: হুইপ স্বপন

এস এম শফিকুল ইসলাম: জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, বর্তমান সরকার চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটি রাষ্ট্র। জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ব্যাপক উন্নয়নের কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে উন্নত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২৬তম বার্ষিক সভা ও ২০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, আগে গ্রামে গেলে মানুষ শুধু বিদ্যুৎ চাইতো। বর্তমান জয়পুরহাট জেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হয়েছে। এছাড়া প্রত্যন্ত গ্রামে যেসব রাস্তা কাঁচা রয়েছে তা আগামী তিন বছরের মধ্যে পাকাকরণ করা হবে। তিনি আরো বলেন, আমরা ঘরে ঘরে ফ্রিল্যান্সার তৈরী করবো। এজন্য দ্রুত ইউনিয়ন পর্যায়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হবে। ২০২৭ সালের মধ্যে জয়পুরহাট জেলায় ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরী করা হবে।

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম , সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ কেএম জোবায়ের গালীব, জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও জেলা বারের সভাপতি এড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জিপি মোমিন আহম্মেদ চৌধুরী, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু ও যুগ্ম সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments