সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Homeরাজনীতিবাইডেন নিজেই সেলফি তুলেছেন শেখ হাসিনার সঙ্গে: ওবায়দুল কাদের

বাইডেন নিজেই সেলফি তুলেছেন শেখ হাসিনার সঙ্গে: ওবায়দুল কাদের

বাংলাদেশ প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এতদিন বিএনপি হোয়াইট হাউজের দিকে তাকিয়ে ছিলো- বাইডেন সাহেব নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে। কিন্তু আজ দেখলেন বাইডেন সাহেব নিজেই সেলফি তুলেছেন শেখ হাসিনার সঙ্গে। সঙ্গে পুতুলও ছিলো। এই দৃশ্য দেখে বিএনপির এখন কী হবে? এখন কোন যাত্রা। পতনযাত্রা না, পশ্চাৎযাত্রা। তারা পেছনে হাঁটতে শুরু করবে। কেবল পেছনে।’

শনিবার বিকেলে সারাদেশে বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্য সন্ত্রাস আর ভাঙচুরের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির গণমিছিল নিয়ে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যতটুকু দেখেছি মনে হয় না, জনগণ আর গণমিছিলে আসবে না। নেতাকর্মীরা আল লন্ডনের দিকে তাকায় না। এখন ফখরুল সাহেব কী দেখাবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দেশে মিথ্যাচারের মহামারি এনেছে। বিএনপির বদৌলতে সারাদেশে ছড়িয়ে পড়েছে। তাদের একজন গ্রামের কর্মীকেও মিথ্যা বলতে শিখিয়েছে। অবিরাম মিথ্যাচার করে যাচ্ছে। সিঙ্গাপুর থেকে শলাপরামর্শ নিয়ে এসেছেন ফখরুল সাহেব, এখন কী করবেন? নেতাকর্মীদের আর কত মিথ্যা আশ্বাস দেবেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সব সিটে ক্যান্ডিডেট খাড়া করে দিয়েছে। একজন দুইজন করে, কোথাও আরো বেশি। ওপরে ওপরে আন্দোলন, তলে তলে নির্বাচন- এমন অবস্থা বিএনপির। যার যত বেশি টাকা, সে তত বেশি লন্ডনে পাড়ি জমাচ্ছে। নির্বাচন না করলে বিএনপির মনোনয়ন বাণিজ্য কীভাবে হবে? খেলায় হেরে গেছে ওরা। খালি নির্বাচনটা হওয়া বাকি। ফাইনাল খেলাতেও বিএনপি হেরে যাবে।’

ঢাকা দক্ষিণের এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments