বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeরাজনীতিমৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত

 মোঃ জালাল উদ্দিনঃ  মৌলভীবাজারে আজ স্বেচ্ছাসেবক লীগে জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে সকাল থেকে শহরে ছিল মানুষের উপচে পড়া ভিড়।
রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ইং, দুপুরে সম্মেলনের উদ্বোধনের পর সেই ভিড় বাড়ে আরও। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারের পাশে রাস্তা হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে আছে। দুপুরে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এরপর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরপরে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতাকর্মীরা।
এদিকে আজকের সম্মেলনকে ঘিরে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। জেলার কুলাউড়া, বড়লেখা, জুড়ী, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গলসহ সব উপজেলা থেকে গাড়ি যোগে নেতা-সমর্থকরা এসে দলে দলে যোগ দিয়েছেন সম্মেলন স্থলে। এসময় শহরের বিভিন্ন সড়কে দলীয় স্লোগান দিতে দিতে প্রবেশ করতে দেখা যায় তাঁদের। মাথায় স্বেচ্ছাসেবক লীগের লোগো সম্বলিত হলুদ ক্যাপ আর গায়ে দলীয় গেঞ্জি পরে দলে দলে নেতা-সমর্থকরা এসে উপস্থিত হচ্ছেন মূল মঞ্চে। অন্যান্য উপজেলা থেকে আগতরা কেউ কেউ শহর ঘুরে দেখছেন। সব মিলিয়ে মৌলভীবাজারে শহরে এক উৎসবের আমেজ চলছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম মাহবুবুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান, সেচ্ছাসেবক লীগের উপ- প্রবাসী সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments