বাংলাদেশ প্রতিবেদকঃ বিএনপির একদফা দাবিতে চলমান কর্মসূচীর অংশ হিসেবে আজ ঢাকার দুই প্রবেশমুখে আমিনবাজার ও পুরান ঢাকার ধোলাইখালে সমাবেশ করার স্থান নির্ধারণ করে সেনুযায়ী সমাবেশের প্রস্তুতি গ্রহন করে ঢাকা জেলা বিএনপি এবং আমিন বাজারে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয় কিন্তু সমাবেশের অনুমতি না থাকায়, আমিনবাজারে সমাবেশের জন্য তৈরি মঞ্চ রোববার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
নিপুণ রায় বলেন, আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে আগামীকাল মঙ্গলবার। কোথায় কখন সমাবেশটি করবো।
তিনি আরও অভিযোগ করে বলেন, আমরা সমাবেশের জন্য প্রশাসনকে চিঠি দিয়েছিলাম। সেটি তারা গ্রহণ করে আমাদেরকে সমাবেশ করার মৌখিক অনুমতি দেয়। সেই মোতাবেক স্থানে আমরা মঞ্চ তৈরি করেছিলাম। পুলিশ রাত ১০ টার দিকে সেটি পরিদর্শন করে যায়।
তিনি আরও জানান, সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম- রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেয়ার কথা বলছেন। ওসি বলেন, আওয়ামী লীগ ঐখানে সমাবেশ চায়। সে কারণে আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।
নিপুণ রায় বলেন, মঞ্চ তৈরির রাত ১২ টার পর কিভাবে আওয়ামী লীগ এখানে সমাবেশ করতে চায়। আর আওয়ামী লীগ তো হেমায়েতপুরে সমাবেশ করতে চেয়েছিল। তাহলে এখানে কেন? সেটির সিদ্ধান্ত রাত ১২ পর আসলো কেন?
তবে ধোলাইখালে সমাবেশ হবে। সেখানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।