বাংলাদেশ প্রতিবেদকঃ পথে পথে বাধা বিপত্তি উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। দুপুর থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই লোক জড়ো হতে থাকে। আজ সকাল থেকে মুহুর্মুহু স্লোগানে কেঁপে উঠছে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা।
আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুরের বিএনপির এই মহাসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা আসতে পারে।
বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ শনিবার ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও সমাবেশ করছে ঢাকায়।
সরেজমিনে দেখা গেছে, পুরানা পল্টন, দৈনিক বাংলা, কমলাপুর, কাকরাইল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, মৎস ভবন, শাহজাহানপুর এলাকায় প্রধান সড়কগুলোতে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীরা সর্তক অবস্থানে রয়েছে।
পুলিশি বাধা হামলা মোড়ে মোড়ে তল্লাশি গ্রেফতার উপেক্ষা করে সকালেই লোকারন্য হয়ে উঠে নয়াপল্টন। কাকরাইল উইলস লিটন ফ্লাওয়ার স্কুল থেকে ফকিরাপুল,বিজয়নগর সেগুনবাগিচা এলাকা মিছিলে মিছিলে সরগরম।
ঢাকা মহানগর বিএনপি (উত্তর ও দক্ষিণ) আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।