বাংলাদেশ প্রতিবেদকঃ ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজপথ। শান্তিপূর্ণ সমাবেশের কথা থাকলেও সমাবেশ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন এলাকায় সংঘর্ষ হয়। দুপুর ১ টায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয় কাকরাইলে। পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটেঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায়। সমাবেশে আগত নেতা-কর্মীদের সাথে দফায় দফায় পুলিশের সংঘর্ষ, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এই অবস্থায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ বক্তব্য স্থগিত করা হয়।
শনিবার (২৮ অক্টোবর) পৌনে তিনটার দিকে সংঘর্ষ বেড়ে গেলে এই বক্তব্য স্থগিত করে বিএনপির নেতারা।
বিস্তারিত আসছে…..