বাংলাদেশ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চায় না নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পড়ালেখা করুক। তাই পরীক্ষার সময় তারা অবরোধ দিয়েছে। রবিবার (১২ নভেম্বর) নরসিংদীর জনসভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ছেলেমেয়েদের পড়ালেখা নষ্ট করছে। করবে তো বটেই.. খালেদা জিয়া মেট্রিক পরীক্ষা দিয়ে পাস করেছিল শুধু অংক আর উর্দুতে। জিয়াউর রহমান ছিল মাত্র ইন্টারমিডিয়েট পাস। আর তারেক রহমান তিন দফা তিন স্কুল থেকে বহিষ্কার হয়েছে। কোথা থেকে কী পাস করেছে কেউ বলতে পারে না। তাই ওরা চায় না আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির আমলে তারা বিদেশ থেকে পুরনো কাপড় এসে মানুষকে পরাতো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আর বিদেশ থেকে কাপড় আনতে হয় না। আমরা মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসার সকল ব্যবস্থা করে দিয়েছি।
চোরাগোপ্তা হামলা করে বিএনপি ও জামায়ত জোট সরকার হঠাতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ তাদের সাথে নেই। জনসভায় সবশেষে নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী। চলমান উন্নয়ন অব্যহত রাখতে নৌকায় ভোট দেয়া আহ্বান জানান তিনি।