সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩
Homeরাজনীতিনির্বাচনে যারা অংশ নেবে তারা জাতীয় বেইমান: এলডিপি

নির্বাচনে যারা অংশ নেবে তারা জাতীয় বেইমান: এলডিপি

বাংলাদেশ প্রতিবেদক: তপশিল ঘোষণার প্রতিবাদে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিল শুরু হয়। এলডিপির অভিযোগ, পুরানা পল্টন মোড়ে যাওয়ার পথে আওয়ামী লীগের লোকজন মিছিলটি পণ্ড করে দিয়েছেন।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব বিল্লাল মিয়াজীসহ গণতান্ত্রিক মহিলাদল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীবৃন্দ।

মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির বলেন, ‘হাসিনা কমিশন তপশিল ঘোষণা করে জনগণের সঙ্গে তামাশা করেছে। হাতে গোনা ২-৪টি দল ছাড়া কেউ নির্বাচনে অংশ নেবে না। এই নির্বাচনে যারা অংশ নেবে তারা জাতীয় বেইমান। বাংলার জনগণ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments