রবিবার, মে ১৯, ২০২৪
Homeরাজনীতিফের রিমান্ডে বিএনপি নেতা দুদু ও স্বপন

ফের রিমান্ডে বিএনপি নেতা দুদু ও স্বপন

বাংলাদেশ প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় দায়ের করা পুলিশের অস্ত্র ছিনতাইয়ের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ১১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিএমপির ওয়ারী জোনাল টিমের পরিদর্শক আব্দুল হাই এ মামলায় এ দুই আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আর ১৯ নভেম্বর আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করলে তদন্তকারী কর্মকর্তা তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ২৭ নভেম্বর রিমান্ড শুনানির দিন ঠিক করেন। সে অনুযায়ী আজ আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির পর আদালত রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামান দুদুকে ঢাকা ক্যান্টনমেন্টের তার বড় বোনের বাসা থেকে আটক করে। এরপর প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশের ওপর হামলার রমনা থানার মামলায় গত ৬ নভেম্বর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, গত ২ নভেম্বর স্বপনকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় পল্টন থানায় করা মামলায় পরদিন আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় গত ২ নভেম্বর রাজধানীর পল্টন থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান মুন্সি।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ অনেক নেতা উপস্থিত হয়ে সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেন। কাকরাইল মোড়ের দিকে বিএনপির নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করতে থাকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments