বাংলাদেশ প্রতিবেদক: সরকার আন্দোলনের এক দফার দাবিতে চলমান আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের চলমান কর্মসূচি অব্যাহত রয়েছে। আমাদের আন্দোলনের কর্মসূচি চলতেই থাকবে। আমরা যে লক্ষ্য নিয়ে এ সংগ্রাম করছি, এ লক্ষ্য হচ্ছে গণদাবির ওপর ভিত্তি করে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্বাচনকালীন সরকারব্যবস্থা কায়েম করতে হবে।’
তিনি বলেন, ‘দেশনেত্রীর (বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া) মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং দলের মহাসচিবসহ (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) সব নেতাকর্মীদের মুক্তিসহ এক দফার (সরকার পতনের) দাবিতে চলমান আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত বিএনপি ও সমমনা দলগুলোর প্রতিটি নেতাকর্মী, তারা দৃঢ় প্রত্যয় নিয়ে, তারা এক অকুণ্ঠ শপথ নিয়ে রাস্তায় কর্মসূচি বাস্তবায়ন করবে।’
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আগামী রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বিএনপির পক্ষ থেকে ঘোষণা করছি।’
এ নিয়ে তৃতীয় দফায় হরতাল ও নবম দফায় অবরোধ ডাকল বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ও শরিক দলগুলোও এসব কর্মসূচি পালন করছে।