শুক্রবার, মে ১৭, ২০২৪
Homeরাজনীতিজবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী তিন প্যানেল, নেই বিএনপিপন্থীরা 

জবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী তিন প্যানেল, নেই বিএনপিপন্থীরা 

তাসদিকুল হাসানঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২০২৪ এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এর আগে তফসিল ঘোষণা করা হয় গত ৪ ডিসেম্বর।বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে নির্বাচন করবেন শিক্ষকরা। পদগুলো হলো সভাপতি ১ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ-সভাপতি ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক: ১ জন, কোষাধ্যক্ষ ১ জন এবং সাধারণ সদস্য ১০ জন।
খসড়া ভোটার তালিকা ৪ ডিসেম্বর এবং খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি- নিষ্পতি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় ৭ ডিসেম্বর। এবার ভোটার সংখ্যা ৬৬৭টি। এবার মনোনয়নপত্র সংগ্রহ হয় ১০ ডিসেম্বর। ১১ ডিসেম্বর ছিলো জমাদানের শেষ দিন। মনোনয়ন পত্রের বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১২ ডিসেম্বর। প্রার্থীরা ১৩ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার শেষে ওইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এদিকে আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী দুই নীল দল ও স্বাধীনতা শিক্ষক সমাজের পৃথক প্যানেল হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছে। প্যানেল অনুযায়ী সভাপতি পদে ও সাধারন সম্পাদক পদে নির্বাচনী তিন প্যানেলে আছেন  অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান  ও অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুুল ইসলাম , অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা ও অধ্যাপক ড. কাজী মো: নাসির উদ্দীন এবং  অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম ও সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান।
নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে বিএনপিপন্থীরা সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্হতি বিবেচনা,জাতীয় নির্বাচন নিয়ে প্রহসন ইত্যাদি প্রেক্ষাপটে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাদা দলের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলও আসন্ন শিক্ষক সমিতি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবে। ১১ই ডিসেম্বর রোজ মঙ্গলবার অনুষ্ঠিত জবি সাদা দলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments